বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ২২ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট আলোচনার বিষয়বস্তু। নিত্যদিন নতুন বিতর্ক, ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস, অন্তর্দ্বন্দ্বের খবর। কোচের সঙ্গে অধিনায়কের, কোচের সঙ্গে প্রধান নির্বাচকের মতপার্থক্যের খবর প্রকাশ্যে চলে আসছে। একসময় নির্বাচক প্রধানের হটসিটে ছিলেন তিনি। এমন পরিস্থিতি সম্বন্ধে নিশ্চয়ই অবগত সৈয়দ কিরমানি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের এই পরিবেশ বাইশ গজে কতটা প্রভাব ফেলতে পারে? কিরমানি বলেন, 'আমার এই নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমি জানি না বন্ধ দরজার পেছনে কী হচ্ছে। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ধারণা নেই। কেন দল পারফর্ম করতে পারছে না, কেন তারকারা একনাগাড়ে ব্যর্থ হচ্ছে, তার নিশ্চয়ই কোনও কারণ থাকবে। আমি নিজেও বুঝতে পারছি না রোহিত এবং বিরাট এতদিন ধরে কেন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মানের প্লেয়ারদের এতদিন ধরে ব্যাডপ্যাচ চলা উচিত নয়।'
হেড কোচ বাছতে কি তাড়াহুড়ো করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? কোচিংয়ে আরও অভিজ্ঞতা সম্পন্ন কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল? এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, গৌতম গম্ভীরের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তারকা উইকেটকিপার সহমত নন। কিরমানি বলেন, 'সবটাই বোর্ড এবং নির্বাচকদের ওপর নির্ভর করছে। হেড কোচ বা ম্যানেজার বাছার সেরা উপায় হল, পুরো দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। অন্তত যারা প্রথম একাদশে নিশ্চিত তাঁদের সঙ্গে। বিসিসিআই এবং ম্যানেজমেন্টের টেস্ট দল ও একদিনের দলের সঙ্গে আলোচনা করা উচিত। ওরা কাকে চাইছে জানতে চাওয়া উচিত। এমন একজনকে দরকার যার অভিজ্ঞতা আছে, নিরপেক্ষ, কোনও কুসংস্কার নেই, সর্বোপরী ভাল মানুষ। আমার মতে এইভাবেই একজন মেন্টর বা হেড কোচ বেছে নেওয়া উচিত।'
বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের কথা উঠছে। দেশের সর্বকালের সেরা উইকেটকিপার মনে করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। কিরমানি বলেন, 'অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিরাট কোহলি, রোহিত শর্মার ওপর ছেড়ে দেওয়া উচিত। ওরা গ্রেট ক্রিকেটার। দেশের প্রতি ওদের অবদান ভোলা যাবে না। প্রচুর ভাল ম্যাচ জিতিয়েছে। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই। প্রত্যেক ক্রিকেটারের ভাল এবং খারাপ সময় যায়। তাই পুরোটাই ওদের ওপর ছেড়ে দেওয়া উচিত। ওদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। রোহিত কবে নেতৃত্ব ছাড়বে সেটাও সম্পূর্ণ ওর সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ওরা তরুণদের কাছে অনুপ্রেরণা। নতুন প্রজন্মের জন্য মোটিভেশন। ওরা উঠতি ক্রিকেটারদের আদর্শ। তাই অবসরের সিদ্ধান্ত ওদের ওপর ছেড়ে দেওয়াই ভাল।'
বুধবার মোহনবাগানের অনুষ্ঠানে এসে ভারতীয় ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথাই বলেন কিরমানি। তবে রোহিতের উত্তরসূরি হিসেবে নির্দিষ্ট কোনও একজনকে বেছে নিতে চাইলেন না কিরি। জানান, অনেকের মধ্যেই ভাল নেতা হওয়ার রসদ রয়েছে। এই প্রসঙ্গে কিরমানি বলেন, 'প্রচুর প্রতিভা রয়েছে। ভাল অধিনায়ক হওয়ার মশলা আছে অনেকের মধ্যে। একটা টেস্ট বা একদিনের ম্যাচ জিতলে সেরা অধিনায়ক হয় না। ধোনি ২০১১ বিশ্বকাপ জেতার আগে তাঁকে সেরা অধিনায়ক বলা হত না। এত প্রতিভা রয়েছে দেশে, তিনটে দল হয়ে যাবে। বুমরা টেস্ট জিতে নজর কেড়েছে। কেএল রাহুল, ঋষভ পন্থরাও তৈরি হচ্ছে। তবে একদিনে সাফল্য আসবে না। যেই অধিনায়ক হোক তাঁকে সময় দিতে হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় কড়া নাড়ছে। চার-পাঁচজন উইকেটকিপার দৌড়ে আছে। তারমধ্যে থেকে কপিল দেবের সতীর্থের প্রথম পছন্দ ঋষভ পন্থ। কিরমানি বলেন, 'উইকেটকিপারদের মধ্যে প্রতিযোগিতায় তিন-চারজন আছে। প্রথম পছন্দ ঋষভ পন্থ। তাছাড়াও সঞ্জু স্যামসন, কেএল রাহুল আছে। ঈশান কিষাণ একটু পিছিয়ে পড়েছে। যে ধারাবাহিকতা দেখাতে পারবে সেই এগিয়ে যাবে। আমার প্রথম পছন্দ পন্থ। ও তিনটে ফরম্যাটেই খেলে।'
বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর বেশ কয়েকটা কড়া পদক্ষেপ নিতে চলেছে বোর্ড। বিদেশ সফরে প্লেয়ারদের সঙ্গে স্ত্রী এবং বান্ধবীদের থাকার সময়সীমা কমানো হয়েছে। ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। এই দুই সিদ্ধান্তে সায় নেই কিরমানির। তিনি বলেন, 'প্লেয়ারদের সঙ্গে প্রত্যেক সফরে স্ত্রীদের থাকা জরুরি। ওরা অনুপ্রেরণা জোগায়। মনোবল বাড়ায়। স্বামীদের খেলার সময় স্ত্রীরা বড় সাপোর্ট। বিবাহিত প্লেয়ারদের স্ত্রীদের থাকা উচিত। তবে বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, পছন্দ হোক বা না হোক, প্লেয়ারদের মানতেই হবে। পাশাপাশি এত ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট এবং একদিনের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বললে চোটের সম্ভাবনা বাড়ে। তাই আমার মনে হয় ওদের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। মানছি সিনিয়ররা খেললে জুনিয়র প্লেয়াররা আরও উৎসাহ পাবে। তবে ওদেরও বিশ্রাম দরকার।' ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে একশো টেস্ট খেলার স্বপ্ন ছিল কিরমানির। নির্বাচকদের অনুরোধও করেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। ৮৮ টেস্টেই থেমে যেতে হয়। বহু যুগ আগে ক্রিকেট ছেড়েছেন। কিন্তু সেই আফশোস এখনও যায়নি ভারতের সর্বকালের সেরা উইকেটকিপারের।
#Syed Kirmani#Team India#BCCI#Virat Kohli#Rohit Sharma
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...
তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...
পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...
ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...
শেষ ৯ মিনিটে মহানাটক! দু'গোলে পিছিয়ে থাকা মহমেডানের রূপকথার প্রত্যাবর্তন, পয়েন্ট নষ্ট চেন্নাইয়ের ...
হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...
রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...
সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...
ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...
গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...
ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...